Post# 1548255134

23-Jan-2019 8:52 pm


এর পরের pressing question : "এতায়েত"।

যেহেতু আমরা এখন গনতন্ত্র উত্তর যুগে প্রবেশ করেছি। হাদিসে কি পেয়ে আমি কি বুঝবো? ফিকাহতে কি পড়ে কি বুঝবো? আমাদের "দল"-গুলো কি শেখায়, আর কি বুঝাতে চায়?

এই প্রশ্নটা এখন দুই বছর আগের থেকেও অনেক গুরুত্বপূর্ন হয়ে উঠেছে। তবিলিগ বলেন। আমাদের জিহাদি দল বলেন। পীর-মুরিদির সিলসিলা বলেন। বা চলমান রাষ্ট্র-প্রশাসন বলেন। সামনের দিনগুলোতে এটা হবে একটা অগ্নি-প্রশ্ন।

কতটুকু করার হুকুম আছে? আর কোন দল কতটুকু করার শিক্ষা দেয়? ডিসকাশন আর পথপাওয়ার দাবি রাখে।

23-Jan-2019 8:52 pm

Published
23-Jan-2019