"Question everything"
আমাদের আহলে হাদিস আন্দোলন, সালাফি মুভমেন্ট, বা এখন তবলিগের সা'দ পন্থি গ্রুপের কথাই বলেন। এই জিনিসটা কম বা বেশি এর উপর চলছে। তবে কতটুকু গোড়া পর্যন্ত গিয়ে question করবো? এটা আরেকটা pending question.
এগুলো নিয়ে আলোচনা করতে গেলে pandora's box খুলার মতো হয়ে যাবে। কিন্তু box যদি থাকে তবে কেউ না কেউ এটা খুলে প্রশ্ন গুলো সামনে নিয়ে আসবে। আমি না করলেও অন্য কেউ। ইতিহাস সাক্ষি।
তাই প্রশ্ন আসে : কতটুকু পর্যন্ত "অন্ধ বিশ্বাস" থাকবে, আর কতটুকু "question everything" এ? এটা একটা গুরুত্বপুর্ন আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে এখন।
- Comments:
- ^ Agree. আমিও শুনিনি। কারো কাছ থেকে না। এর কাছাকাছি কিছুও না। এমন কি আহলে হাদিস ভাইদের থেকেও না।
এই টাইটেলে এর পর অনেকটাই "মারফতি" টাইপের কথা বলবো ইনশাল্লাহ। যেগুলোতে অধিকাংশের কোনো উপকার নেই। Ignore most of it.