Post# 1548163497

22-Jan-2019 7:24 pm


সৌদি সরকার একঘরে হয়ে পড়ছে। ২০১৭ সালে এক দফা ক্রেকডাউন আরম্ভ হয়েছিলো "মডারেট ইসলাম" মেনে নিতে উলামাদের বাধ্য করার জন্য।

এর পর ক্রেকডাউন গান বাজনা মেনে নেয়ার জন্য। শেষে খাসোগজি হত্যার ব্যপারে সরকারি প্রচার চালানোর জন্য।

আলেমদের দৃষ্টিকোন থেকে দেখি। উনারা নিজেদের কলিগদের গ্রেফতার আর হত্যার ব্যপারে কি ভাবছেন?

"কেউ বাদশাহ বিরোধি কাজ করলে, তাকে দমন করা যায়। এই অধিকার ইসলামে আছে" -- এটা ছিলো এতদিনের যুক্তি।

কিন্তু কোনো আলেম বিপক্ষে বললো না, শুধু পক্ষে ষ্ট্যন্ড নিতে অস্বিকার করলো, তবে?

বিশেষতঃ বাদশাহ যখন ভুলে। এর পর আলেমদের হুকুম দেন "চুপ থাকতে পারবেন না। আমার স্বিদ্ধান্তের পক্ষে প্রচার চালাতে হবে, কারন আপনারা আমার চাকরি করেন" - তখন?

এই দোটানায় এখন সৌদি আলেমরা।

    Comments:
  • Khilgaon.

22-Jan-2019 7:24 pm

Published
22-Jan-2019