দেশের ওয়াজ মাহফিলগুলোর বর্তমান অবস্থা। ইউটুবে পাওয়া। কে বক্তা নাম জানি না। আপলোড এই জানুয়ারির ১২ তারিখে।
বক্তা "কোরআনের জন্য জীবন দেয়া..." শুধু কথা তুলেছেন। এর পর দুই দিক থেকে দুই জন চেপে ধরে। পাশের জন বলছেন "রসুলের মক্কি জীবন নিয়ে বলেন" কয়েকবার রিপিট করলেন মক্কি জীবনের কথা।
এর পর বললেন "মন্ত্রী বা এমপি আসছেন। বুঝে শুনে কথা বলতে হবে।" বক্তা বললেন "উঠে চলে যাবো?" জবাব দিলেন "না, বলেন মক্কি জীবনের কথা বলেন"। বক্তার বাম দিকের জনের গলা শুনে ধারনা করছি "পার্টির" লোক। বললেন, "আপনার না হইলে উঠে চলে যান"। এর পর এমপির সাথে ফোনে কথা বললেন। বক্তাকে ফোন দিয়ে বললেন আপনি ফোনে কথা বলেন। এই পুরো সময়ে বক্তার চার দিকে চার জন দাড়িয়ে থাকে।
বক্তা অনেকক্ষন পরে কন্টিনিউ করলেন বক্তব্য। নতুন কথা এনে : হাজ্জাজ বিন ইউসুফ ছদ্মবেশে রাস্তায় এক ছেলেকে দেখে জিজ্ঞাসা করে "বলো তো হাজ্জাজ কেমন?" লোকটা বলে "খুবই জালেম।" হাজ্জাজ বলে "আমি হাজ্জাজ" লোকটা জবাব দেয় "আমার দুই দিন মাথা পাগল হয়ে যায়, আজকে এর প্রথম দিন।"
গল্পটা শুনিয়ে বুঝিয়ে দিলেন উলামাদের বর্তমান অবস্থা। এরকম ভিডিও এটাই একমাত্র না। আরো কয়েকটা চোখে পড়লো। সবগুলো একই রকম। পাশে ছাত্র** বসে বক্তাকে গালি দিচ্ছে কথা লাইনের বাইরে হলেই। সবার কমন ডায়লগ "কোরআনের তফসির করেন। এই সব কথা বলবেন না।"
তাই মুখ বন্ধ রাখি। And keep watching.
খারাপের তলানিতে আমরা এখনো ঠেকি নি। আল্লাহ তায়ালা যতটুকু সুযোগ দিয়েছেন আমল করতে থাকি। কারন সামনে হয়তো আমলের সুযোগও থাকবে না।
- Comments:
- ^ আলেমদের করনীয় আলেমরা জানেন।
- আমার নিজের করনীয় কি সেটা আসল। করনীয় পোষ্টের শেষ লাইনে লিখে দিয়েছি।