Post# 1547971703

20-Jan-2019 2:08 pm


সুশিল হওয়ার প্রতিযোগিতা।


খবর। টাইটেল "অশ্লিল কথার জন্য চলচিত্রের গান নিষিদ্ধ করার দাবিতে মিছিল"। এক কালে এগুলো ইসলামিষ্টদের জনপ্রীয় টপিক ছিলো আন্দোলনের। Return of the old days?

ছবিতে দেখি সবাই আধুনিক ড্রেস পড়া মেয়ে ছেলেরা। কোনো হুজুর নেই। খবর কি? পড়লাম দাবিটা জানিয়েছে চলচিত্র অভিনেতা, কর্মিরা।

কাহিনি কি?


গানের নাম ধরে ইউটুবে সার্চ দিলাম। "হাজির বিরিয়ানি"। প্রথম কিছু লাইন শুনেই বুঝলম এটা কলকাতার লিখকের লিখা। বাংলাদেশের গানের কথাগুলো হয় মনোটোনিক।

আসল কাহিনী : বৈচিত্রের জন্য এখন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গন ঝুকে পড়েছে কলকাতার গায়ক, কম্পজার আর গিতিকারদের দিকে। বাংলাদেশিদের কদর নেই। বাংলাদেশি অভিনেত্রীদের আন্দোলন মূলত নিজেদের বাজার ফিরে পাবার জন্য। কলকাতা যদি এখন বন্ধ করা যায়। তবে নিজেদের বাজারে আবার নিজেরা।


বহু বছর ধরে বাংগালি সংস্কৃতিমনাদের আদর্শ ছিলো কলকাতা। তাদের মতো সুশিল হওয়া। কিন্তু সুশিল হওয়ার কম্পিটিশনে বাংলাদেশিরা কলকাতানদের হারাতে পারবে না, এটা বুঝার ব্যপার ছিলো।

এখন সংস্কৃতি অঙ্গন ৯৫% কলকাতা সংস্কৃতি। এবং এটা হয়েছে কলকাতার লোকদের এনে। এ দেশিদের এই বাজারে পাত্তা নেই।

Therefore watch what you pray for.

20-Jan-2019 2:08 pm

Published
20-Jan-2019