Post# 1547821999

18-Jan-2019 8:33 pm


যে যেই কথা বলে মারা যাবে হাশরের ময়দানে সে ঐ কথা বলতে বলতে উঠবে।

শাহাদাহ পড়তে পড়তে মারা গেলো? শাহাদাহ পড়তে পড়তে উঠবে।
কুফরি কথা বলতে বলতে? কবর থেকে উঠে সে ঐ কথাই বলবে।

তবে কোন জিনিস আমাকে নিশ্চয়তা দেবে ঈমানের উপর মৃত্যুর?

কিছুই না। কোনো নিশ্চয়তা নেই। রাসুলুল্লাহ ﷺ বেচে থাকতে যদি বলতেন "তুমি জান্নাতি" তবে সে জান্নাতি, আগেই জেনে গেলো। কিন্তু এখন কাউকে ঐ কথা বলার জন্য উনি বেচে নেই।

একটা রিস্কের উপর আমরা জীবন কাটাই। একটা অনিশ্চয়তা।
যার শেষে হয় অন্তকাল আগুন।
নয়তো খুব সুন্দর বিশাল বাগান সহ নিজের একটা বাড়ি। যেখানে মৃত্যু নেই।

    Comments:
  • একটা লেভেলে আমিও ক্রস মাজহাবি। কিন্তু এটা সুন্নাহ, মুস্তাহাব, উত্তম, অনুত্তম এসবের ক্ষেত্রে। কিন্তু এগুলোতে চয়েস আছে। না করলেও সমস্যা নেই।

    যেমন নামাজে হাত বাধবো কোথায়? হাত বাধাটা সুন্নাহ বা মুস্তাহাব। সিজদা থেকে দাড়ানোর ক্ষেত্রেও একই। পাশের আহলে হাদিস মসজিদে দেখি ইমাম সাহবে বসেন না। মুসুল্লিদের কেউ সামান্য বসেন, কেউ বসেন না। মক্কা শরিফে একই। সালাফিদের অনেকই বসেন না।

    আবার যেমন, গোল্ড যেগুলো জমিয়ে না রেখে, হাতে বা গলায় পড়ে -- এর উপর কি জাকাত দিতে হবে? এটা হারাম-হালাল-ফরজ এর ব্যপার। এখানে আমি ১ মাজহাবি।

18-Jan-2019 8:33 pm

Published
18-Jan-2019