Post# 1547800054

18-Jan-2019 2:27 pm


"জীবনে কি করলাম?" এটা একটা হতাশা।

যখন দেখি ক্লাস-মেটরা ইউরোপ আমেরিকাতে। আমি কিছু করতে পারলাম না।

কিন্তু "সফল"-দের সারা জীবনের সফলতা কি? ঢাকায় বাড়ি? বিদেশে বাড়ি?

দশবার "কুলহু আল্লাহ" পড়ি। জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে। বা কোনো দিন মাগরিবের পরে ৬ রাকাত নামাজ। আমার জান্নাতের বাড়ির দাম তার বাড়ি থেকে বেশি।

"কিন্তু সে পড়লে তারও তো একটা বাড়ি হয়ে যাবে।"

Indeed. কিন্তু জান্নাতে আমার আর তার, দুজনেরই যদি কোটি টাকার বাড়ি থাকে, তবে এর অতিরিক্ত তার দুনিয়াতে আরো একটা সস্তা বাড়ি থাকলেই বা কি বা আমার না থাকলেই বা কি?

"কিন্তু সেগুলো তো অনেক দূরে।"

রাতে ঘুমানোর সময় সকালও অনেক দূরে মনে হয়। কিন্তু এটা সারা রাত যে জেগে বসে থাকে তার জন্য। ঘুমিয়ে গেলে সময় মনে হয় ১০ মিনিট।

কবর আমাদের ঘুম।

    Comments:
  • Didn't answer the question laid down in the title.

18-Jan-2019 2:27 pm

Published
18-Jan-2019