তবলিগ - ২ : কে কার পক্ষে?
৮
এখন বিভাজনে কে কোন গ্রুপের লিড দিচ্ছে? সা'দ সাহেবের পক্ষে-বিপক্ষে।
মাও জোবায়ের সাহেব : বিপক্ষে।
ওয়াসিফ সাহেব : পক্ষে।
দুজনের মাঝে কাকে বেশি তাকওয়াবান মনে করবো? ওয়াসিফ সাহেবকে উত্তম মনে করতে হলে এটাও সত্য ধরতে হবে যে ইলম মানুষকে মিসগাইড করতে পারে এবং সেক্ষেত্রে একজন দুনিয়াদার দ্বায়ি ঐ আলেমের থেকে উত্তম হতে পারে।
অথবা মাও জোবায়ের সাহেব আলেম না, একা একা নিজের বুঝে চলেন। কিন্তু এটা সত্য না কারন উনি বড় সড় একটা আলেমদের গ্রুপের সংগে আছেন।
৯
রুহানী গাইড? কোন পক্ষের কারা?
ফরিদ উদ্দিন মাসুদ সাহেব : পক্ষে।
বিপক্ষে? আব্দুল মালেক সাহেব?
ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে উত্তম ধরতে হলে এও ধরতে হবে যে "দরবারি" বলতে আমরা যা বুঝি সেটা খারাপ না। কারন, হাদিসে শাসকের পক্ষে থাকতে বলা হয়েছে। আর উনার আমেরিকা, জাতিসংঘ তুষ্টির চেষ্টা? মডারেট অনুষ্ঠান? এগুলো ব্যপারে বলতে হবে আমরা এসবকে যত খারাপ ধারনা করি তত খারাপ না।
১০
এর পর চেতনা দন্ড। এটা overwhelmingly clear,
চেতনা : পক্ষে।
এন্টি-চেতনা : বিপক্ষে।
"পাকিস্তান থেকে সমস্ত ফিতনার উদ্ভব হয়", "পাকিস্তান পন্থিদের বহিস্কার করো" এই শ্লোগান গুলো আরো বেশি প্রমান।
পক্ষের দল যদি হক হয় তবে ধরে নিতে হবে চেতনাই সত্য। বর্তমানে চেতনার জয় জয়কার এর দলিল। বাংলাদেশ ভারতের অংগ হলে আরো ভালো হতো। পুরানো তবলিগওয়ালাদের মাঝে এই বিশ্বসটা আগেই প্রচলিত ছিলো। এবং এগুলো ইমোশন দিয়ে বিচার না করে যুক্তি দিয়ে বিচার করতে হবে।
১১
শেষে দেখতে হবে কোন ক্লাসের মানুষ কোন দিকে যাচ্ছ?
স্বল্প শিক্ষিত সাধারন মানুষ? - জানা নেই।
ক্ষমতাবান আর অর্থবানরা? - পক্ষে।
বয়স্করা? - পক্ষে
ইয়ং জেনারেশন? - বিপক্ষে
এগুলো সব একেকটা ইন্ডিকেটর।
- Comments:
- ^ পার্থক্যটা যদি নতুন কোনো sect খুলে তবে হক কোনদিকে বুঝেতে হবে। কারন এটা পারমানেন্ট। নতুন একটা দল। এখন পর্যন্ত সব সময় মেজরিটির দিকে ছিলাম।