Post# 1547747088

17-Jan-2019 11:44 pm


তবলিগ - ১ "কে কার পক্ষে?"


৯০ এ তবলিগে দুটো দল আমার চোখে পড়তো। ময়মনসিংগের সাধারন মানুষ। আর ঢাকায় বাংলাদেশ ব্যংকের ডিরেক্টররা যারা সংখ্যায় ছিলো অনেক। কেউ কেউ মুরুব্বি।

কে কোন দলে? সা'দ সাহেবের পক্ষে বা বিপক্ষে?

ময়মনসিংহের মানুষরা বিপক্ষে, যতটুকু শুনেছি।
বাংলাদেশের ব্যংকের ডিরেক্টররা? এটা আমাকে জানতে হবে।


বিদেশি জামাত আসতো তিন দেশ থেকে :
১। দক্ষিন আফ্রিকা
২। মালয়শিয়া।
৩। আরব।

এর কে কোন দিকে?

দক্ষিন আফ্রিকা : বিপক্ষে।
মালয়শিয়া : পক্ষে।
আরব : বিপক্ষে।


এখন মুরুব্বিদের মাঝে ভাগ করার পালা। আমি ঐ সময় থেকে চিনতাম শুধু দুই জনকে :

মাও জোবায়ের সাহেব : বিপক্ষে।
ইউনুস শিকদার সাহেব : পক্ষে।


নিজামুদ্দিনের মুরুব্বিরা?

ঐ সময় থেকে আমি শুধু একজনকেই চিনি। আহমদ লাট সাহেব। সাদ সাহেব ৯০ এর শেষের দিকে জনপ্রিয় হয়েছেন। উনাকে যখন শুরা সদস্য করা হয়েছিলো তখন উনাকে আমরা চিনতাম না। বা আগে নামও শুনি নি।

তাই শুধু,
আহমদ লাট সাহেব : বিপক্ষে।


ঐ সময় প্রেডিকশন কি ছিলো? বলা হতো আরবরা আর উলামারা তবলিগের কাজের দায়িত্ব একসময় নিয়ে নেবে। কি অর্থে কি ব্যখ্যায় কি বিষয়ে কি সময়ে সে তর্কে গেলাম না। বোল্ডলি নিলাম অর্থ।

আলেম : বিপক্ষে।
আরব : বিপক্ষে।


এর পর? আর বাকি কে? ফিতনা লাগার আগে থেকে কোন কোন গ্রুপগুলোকে চিনতাম তবলিগের মাঝে ভালো বা মন্দ হিসাবে? এবং তাদের মাঝে এখন কে কে কোন দিকে? এগুলো থেকে হিন্টস পাওয়া যায় কোন পক্ষ ঠিক, কোন পক্ষ ভুল।


বড় ভাইদের মাঝে যাদের দেখতাম নিজের আত্মসমালোচনায় বেশি উদ্বিগ্ন থাকতে তারা কোন দিকে? আর যাদের দেখতাম অন্যর সমালোচনায় বেশি উদ্বিগ্ন থাকতে তারা?

এই সবই ইন্ডিকেটর।

    Comments:
  • ^ সময়ের সাথে সাথে ক্লিয়ার হবে কার দবি কত পার্সেন্ট ঠিক। এবার হজ্জের অপেক্ষা করেন।
  • যতক্ষন না স্পষ্ট হয় ততক্ষন অপেক্ষা করতে হবে।

17-Jan-2019 11:44 pm

Published
17-Jan-2019