Post# 1547736932

17-Jan-2019 8:55 pm


মনে করেন কোনো আমলের হাদিস পোষ্ট করবো। প্রথমেই প্রশ্ন আনতে হয় "এটা কি সহি? জয়িফ?"


এটা আমার জন্য না। হানাফিতে সোয়াবের ব্যপারে জয়িফ হাদিস গ্রহনযোগ্য। কিন্তু সমস্যা হলো আমাদের সালাফি ভাইদের জন্য। উনারা কি করবেন? তাই উনাদের প্রশ্ন আমাকে ঘেটে এনে বলতে হয় "এটা সহি বা এটা জয়িফ"।

এতে
১। সময় বেশি লাগে।
২। আমার কোনো লাভ নেই।
৩। করলেও পোষ্টে তর্ক বাড়ে।


যেমন এখন একটা হাদিস পোষ্ট করতে চাচ্ছিলাম। যে ১০ বার কুলহু আল্লাহ পড়বে জান্নাতে আল্লাহ তায়ালা তাকে ১টা ঘর তৈরি করে দেবে।

সহি?

islamqa বলছে সহি না। জয়িফ। শায়েখ ইবনে বাজের তাহকিক।
https://islamqa.info/ar/answers/118152/

কিন্তু শায়েখ আলবানি এর কোনো মত এখানে নেই। কেন নেই এটা পরে বুঝলাম। আলবানির মতে এই হাদিস সহি। সহি আল জামিয় ৬৪৭২ এ হাদিসটা আছে।
http://www.almeshkat.net/vb/showthread.php?t=138741

তবে কি বুঝবো?

আমি বলে দেবো হাদিসটা সহি? বলে দেবো হাদিসটা জয়িফ?

সহি জয়িফ পুরোটা যে ব্যক্তির-মত এটা আমি জানি। হাদিস যখন পড়তাম তখনই দেখতাম একই হাদিসে লিখা অমুকের মতে সহি, অমুকের মতে গরিব, অমুকের মতে হাসান।

কিন্তু আমাদের সালাফি ভাইরা এটা স্বিকার করে না। তাদের মতে সহি জয়িফ এক্সাক্ট সাইন্স। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই।


এর পর প্রশ্ন আসে উনাদের সমস্যার সমাধান আমাকে করে দিতে হবে কেন? কারন হানাফিতে এই ব্যপারে সহি-জয়িফে দুটোই গ্রহন যোগ্য।

হানাফি-সালাফি উভয় পক্ষকেই মানিয়ে চলার চেষ্টা এমন একটা সমস্যা যার কোনো সমাধান নেই। লাভও নেই।

কিন্তু না করলে কমেন্টে কেউ না কেউ তর্ক নিয়ে আসবে।

    Comments:
  • ^ উনি আলেম ছিলেন। তাই লিড দিতেন। কিন্তু আমি ফলোয়ার। যাকে বলে আম পাবলিক।
  • "He can give me 10 houses even if I DON'T read sura Ikhlas. Which is why I don't read it. Because He can give me in any case."

17-Jan-2019 8:55 pm

Published
17-Jan-2019