Post# 1547692333

17-Jan-2019 8:32 am


ক্রস মাজহাবের সুবিধা এই দেশের লোকেরা যেভাবে পায়।


আহলে হাদিসে বিয়ের সময় ওলি লাগে। মানে কোনো মেয়ে পালিয়ে বিয়ে করলে তার বিয়ে হবে না। তার অভিবাবক তাকে বিয়ে দিতে হবে।

হানাফিতে এই শর্ত নেই।

তাই বিয়ের সময়ে অনেক আহলে হাদিসের অনুসারিরা হানাফি নিয়মে বিয়ে করে যদি মেয়ের বাপকে রাজি না করাতে পারে। কিন্তু মেয়ে রাজি সেক্ষেত্রে।


এর পর পালিয়ে বিয়ে করলে যা হয়। ঝগড়া। কিছু দিন পর পর "তালাক দিলাম, তালাক দিলাম" বলে চিৎকার। এর পর বেলা পার হলে, "না আমি রাগের মাথায় দিয়েছি" "দিতে চাই নাই"।

এইখানে আবার আহলে হাদিস সফট। এক ঘটনায় যতবারই তালাক দেয়া হোক এক তালাক হবে। মানে বিয়ে ভাঙ্গে নি। হানাফিতে বিয়ে ভেঙ্গে গিয়েছে তিন বার তালাক বললেই।

এখন ডেসপারেট হানাফি ভাইরা বিয়ে টিকানোর জন্য এই সময়ে আহলে হাদিস হয়ে যায়।

সে থেকে ফ্রেইজ "বিয়ের সময়ে হানাফি, তালাকের সময় আহলে হাদিস।"


আমি বেলেন্সটা দেখি এভাব,
আহলে হাদিসে : পালিয়ে বিয়ে করার উপায় নেই, তাই তালাকের ব্যপারে সফট।
হানাফিতে : পালিয়ে বিয়ে করা যায়, তাই তালাকের ব্যপারে কঠোর।

কিন্তু ক্রস মাজহাব হলে দুই দিকের কঠিনটা বাদ দিয়ে শুধু সহজটা নিতে পারেন।

    Comments:
  • Warning : ইনবক্সে আমাকে তালাকের ফতোয়া জিজ্ঞাসা করে লাভ নেই। আলেমদের জিজ্ঞাসা করুন।
  • https://www.youtube.com/watch?v=uYaXFy9X0Zo

17-Jan-2019 8:32 am

Published
17-Jan-2019