Post# 1547661601

17-Jan-2019 12:00 am



সুন্নাহ নামাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ন ফজরের সুন্নাহ। এর পর মাগরিবের সু্ন্নাহ।

মালেকি মাজহাবে মাগরিবের পরে স্ট্যন্ডার্ড সুন্নাহ ধরা হয় ৬ রাকাত। সবচেয়ে বেশি সোয়াব যেখানে। যাকে আমরা বলি আওয়াবিন।

কিন্তু "চাশত, তাহাজ্জুদ আছে, তবে আওয়বিন নামে কোনো নামাজ নেই" -- এটা শুনে আমি নিরুৎসাহিত ছিলাম এই নামাজের ব্যপারে। এখন দেখি উল্টো।

মালেকি থেকে যা শিখলাম, এটা তার একটা।

17-Jan-2019 12:00 am

Published
17-Jan-2019