Post# 1547625767

16-Jan-2019 2:02 pm


বিয়ের সময় তিনটা জিনিস ফেক্টর : সাক্ষি, মোহরানা, ওলি।


এখানে মাজহাবগত পার্থক্য আছে :
হানাফি : সাক্ষি আর মোহরানা শর্ত। ওলি না হলেও চলে।
হাম্বলি : সাক্ষি আর ওলি শর্ত। মোহরানা না হলেও চলে।
মালেকি : ওলি আর মোহরানা শর্ত। সাক্ষি না হলেও চলে।

এটা নিয়ে একজন আলেম বলছিলেন যদি কেউ প্রতি মাজহাবের সবচেয়ে সহজ জিনিসটা নিয়ে আমল করতে চায় তবে সে সাক্ষি, মোহরানা এবং ওলি কোনোটা ছাড়াই বিয়ে করতে পারে।


এটা উপলব্ধির ব্যপার যে হুকুমগুলোর মাঝে একটা ইন্টার ডিপেন্ডেন্সি আছে। এক মাজহাবে একটা সহজ করা হয়েছে অন্যটা কঠিন করা হয়েছে বলে।

    Comments:
  • আর দেশে ৫ টনি ট্রাকে ১০ টন করে মাল টানে সবসময়।

16-Jan-2019 2:02 pm

Published
16-Jan-2019