Post# 1547624821

16-Jan-2019 1:47 pm


চাল :
দেড় কেজি ধান কৃষক বিক্রি করে ২৫ টাকায় মিলারদের কাছে।

মিলার সেটা ছেটে চাল বের করে ১ কেজি।
বিক্রি করে ২৮ টাকায় পাইকারদের কাছে।
পাইকাররা এটা শহরে এনে বিক্রি করে ৪০ টাকায়। খুচরাদের কাছে।
খুচারা ওয়ালারা ক্রেতাদের কাছে বিক্রি করে ৪২ টাকা কেজিতে।

খরচ :
ধানের দাম : ২৫/=
ধান ছাটা : ৩/=
ট্রাকে করে আনা : ১২/=
দোকানদার : ২/=

ট্রাকে আনার খরচ বেড়ে যায় যখন দেশে চাদাবাজি বেড়ে যায়।

16-Jan-2019 1:47 pm

Published
16-Jan-2019