Post# 1547452265

14-Jan-2019 1:51 pm


মালিকি - ৮ "সালাম"


নামাজ শেষে কেবল একদিকে সালাম ফিরাতে হবে। দুই দিকে না। এবং বলবে সংক্ষেপে "আসসালামু আলাইকুম"। "ওয়ারাহমাতুল্লাহ" যোগ করবে না।


এখানে আমার একটা শিক্ষা আছে। হানাফিতে নিয়ম পড়েছিলাম,

- প্রথম সালাম ফিরানো ওয়াজিব, দ্বিতীয় সালাম সুন্নাহ।

- ইমামের প্রথম সালাম ফিরানোর আগে যদি কেউ তার সালাম ফিরানো শেষ করে তবে নামাজ হবে না। দ্বিতীয় সালামের ক্ষেত্রে সমস্যা নেই।

এগুলো আমার কাছে একসময় "দলিল-হীন" নিয়ম মনে হতো। "দুই সালামের মাঝে ভাগ করে একটাকে করা হয়েছে ওয়াজিব অন্যটাকে সুন্নাহ? কোন হাদিসে আছে?" - এই ধরনের চিন্তাভাবনা। এর পর প্রথমটার আগে শেষ করলে সমস্যা দ্বিতীয়টার আগে শেষ করলে সমস্যা নেই? এই সব "মাজহাবিয় গোড়ামি" আর কতো সহ্য করতে হপে?


মালেকি মাজহাবের এক সালামের নিয়ম জানার পরে everything made sense. না কোনো ভুল নেই। আমি ছিলাম সন্দেহ প্রবন কারন আমি "জানি কম"।

আমি যে জানি কম সেটা ফেসবুকবাসি প্রথম থেকেই বলছিলো। কান দেই নি। এখন দেখা যাচ্ছে সত্য।


এর সাথে আছে যে দেরিতে জামাতে এসেছে [মাসবুক] সে ইমামের এক সালামের পর উঠে দাড়াবে নাকি দুই সালামের পর এটা নিয়ে দ্বন্ধ। ৮০ এর দিকে মসজিদে দেখতাম মুসুল্লিরা এক সালামের পর দাড়ায়। কিতাবে নিয়ম লিখা ছিলো দুই সালামের পরে দাড়াতে হবে।

এখন বুঝতে পারি দুটোই কম বেশি ঠিক। কারন প্রথম সালামটা আসল।

প্লাস মক্কা শরিফে জানাজার নামাজের পরে এক দিকে সালাম যে ফিরায় সেটাও আমার কাছে এখন আর "odd" মনে হয় না।


যেভাবে মালিকি মাজহাব থেকে অনেক কিছু শিখেছি।

#HabibMaliki

    Comments:
  • ^ যে আর্টিক্যলের লিংক দিয়েছি সেখানে এটা কভার করা আছে।

14-Jan-2019 1:51 pm

Published
14-Jan-2019