Post# 1547447103

14-Jan-2019 12:25 pm


মালিকি - ৭ :

"নামাজের শেষ বৈঠকে আংগুল"

শাহাদাহ পড়ার সময় আংগুল তুলে ডানে বামে নাড়াতে হবে নামাজ শেষ হওয়া পর্যন্ত। সালাফিদের মতো।

"ঈদের নামাজ"

১১ তকবিরে। প্রথম রাকাতে ৬ দ্বিতীয় রাকাতে ৫। সবগুলো তকবির সুরা ফতিহা আরম্ভ করার আগে পড়তে হবে। তকবিরে হাত উঠবে না। হানাফিতে হাত উঠে।

"বেতের"

দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে, এর পর আবার এক রাকাত। সালাফিদের মতো। বেতেরে কুনুত নেই। কুনুত পড়তে হবে ফজরের নামাজের দ্বিতীয়র রাকাতে। রুকুতে যাওয়ার আগে।

#HabibMaliki

14-Jan-2019 12:25 pm

Published
14-Jan-2019