Post# 1547422579

14-Jan-2019 5:36 am


মালিকি - ৪ : "খুতবার সময় ২ রাকাত নামাজ"

জুম্মার খুতবার সময়ে যে মসজিদে আসবে মালিকি মাজহাবে সে দুই রাকাত নামাজ না পড়েই বসে যাবে। হানাফিদের মতো। তাদের মত হলো খুতবার সময়ে নামাজ পড়া হারাম।

প্লাস ব্যখ্যা, খলিফাদের যুগে সাহাবা কিরামগন খুতবার সময়ে মসজিদে ঢুকে ২ রাকাত নামাজ পড়াকে অপছন্দ করতেন।

সোর্স : নেটে PDF.

#HabibMaliki

    Comments:
  • পরবর্তি : https://www.facebook.com/habib.dhaka/posts/10156066337298176
  • পূর্ববর্তি :
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156065353238176

14-Jan-2019 5:36 am

Published
14-Jan-2019