মালিকি - ৩ : "আমিন বলা"
সুরা ফাতিহা শেষে আস্তে আমিন বলতে হবে। হানাফিদের মতো।
উল্লেখ্য মালিকি মাজহাবে ফাতিহা আরম্ভ করার আগে সুবহানাকা পড়া হয় না। এমন কি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া হয় না। তকবির বলে নামাজ আরম্ভ করে সরা সরি সুরা ফাতিহা। এর পরে ইমাম মুক্তাদি দুইজনই আস্তে আমিন বলবে। তার পর সুরা মিলানো। এখানেও বিসমিল্লাহ ছাড়া। বিসমিল্লাহ পড়া মাকরুহ।
#HabibMaliki
- Comments:
- Next : https://www.facebook.com/habib.dhaka/posts/10156065353238176
- Previous :
https://www.facebook.com/habib.dhaka/posts/10156065156463176 - ^ কি করা? পরে করবো বললে পরে দেখা যায় আরো প্রেসিং এবং কারেন্ট কোনো ইশু চলে আসে।
- ^ মালেকি মাজহাবের নিয়ম শিখতে হবে মালেকিদের থেকে। তাদের মেইন স্ট্রিম মত। অন্য মাজহাবের লোকদের থেকে না। choose and pick করে "চারো মাজহাবে এই মত" -- একটা দলের এরকম বহু দাবি আমি পরবর্তিতে দেখেছি ভুল।
আমিও চেষ্টা করবো এখানে choose and pick না করার জন্য। কেউ করে স্বান্তনা পেতে চাইলে এটা তার ব্যপার। আমি এর উর্ধে উঠার চেষ্টা করছি।
- শিখেছি মালেকিদের একটা ভিডিও আছে ইউটুবে প্রেকটিক্যলি দেখাচ্ছে কি করে মালেকিরা নামাজ পড়ে সে থেকে। islamqa org দিলেও এটা মালেকি মাজহাবের আলেম দিযেছে। হানাফি আলেম না। এ ছাড়াও আরো বহু আছে। খুজে দেখেন কোন মত বেশি। হানাফি আর সালাফি আলেমদের কথা প্রথমেই ফেলে দেবেন মালেকি মাজহাবের ক্ষেত্রে। এগুলো মিসগাইডেন্স। প্রোপাগান্ডা।
- //might be majority,// that's what matters in this discussion. বাকি সব তর্কের খাতিরে তর্ক কারন কংক্লুশনটা পছন্দ হচ্ছে না।
- ^ হানাফি-মালেকি আস্তে। সালাফি-হাম্বলি-শাফি জোরে।