Locust, পঙ্গপাল। ইহুদি-খৃষ্টানরা এটাকে তাদের কিতাবি-আজাব হিসাবে দেখে। ফিরআউনের উপর যে ৫টা আযাব আল্লাহ তায়ালা পাঠিয়েছিলেন বলে কোরআনে উল্লেখ আছে তার মাঝে একটা।
খবর হলো গত সপ্তাহে মক্কার হারাম শরিফে পঙ্গপাল আক্রমন করেছিলো। আরব মিডিয়াতে ভিডিও এসেছিলো নেটে। কিন্তু আমি ধারনা করেছিলাম ফেইক, কারন খরবটা এতই অদ্ভুত। এখন মেইনস্ট্রিম মিডিয়াতে এর খবর। হারাম শরিফে পঙ্গপাল মারা হচ্ছে ধুয়া দিয়ে আর ফ্লোর থেকে পরিষ্কার করছে বিশেষ বাহিনি।
উল্লেখ্য বর্তমান বাদশাহ ক্ষমতায় আসার পর পরই হারাম শরিফে হজ্জের সময়ে এক বছরই পর পর কয়েকটা দুর্ঘটনায় ৬ থেকে ৮ হাজার হাজ্জি মারা গিয়েছিলো।
হারাম শরিফে পঙ্গপালের আক্রমন "সম্ভবত" এটাই প্রথম। উল্লেখ্য কাবা শরিফের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না।
Just a sign.
#HabibSign
- Comments:
- https://www.youtube.com/watch?v=G4iP0fX_X1w
- ^ "এক সময় যেতো না" "সাধারনতঃ যায় না" Whatever. You can find where to draw the line between rule and exception.
- লিখে শেষ করে এর পর করতে হবে। ইনশাল্লাহ।
- ভিত্তি আছে। আমি পড়েছিলেম ৮০ এর দশকে। এর পর যখন ভিজিট করেছি তখন নিজে খেয়াল করে দেখেছি। আশে পাশে দিয়ে উড়ে যায় কিন্তু উপর দিয়ে উড়ে যায় না। চারিদিকে সব জায়গায় হাজার হাজার কবুতর বসে থাকে বাসা বানায। কিন্তু কাবার ছাদে বসে না, বা বাসা বানায় না।
যদিও ছাদে কোনো লোক হাটে না। বিড়াল নেই। এবং পাখিরা এই সব জায়গা খুজে বাসা বানানোর জন্য। বাসার জন্য নিরাপদ।