Post# 1547389558

13-Jan-2019 8:25 pm


মালিকি - ২ : "রাফে ইয়াদাইন"

মালিকি মাজহাবে রাফে ইয়াদাইন নেই। নামাজে তকবিরের সময় হাত উঠাতে হবে শুধু মাত্র তকবিরে তাহরিমাতে, অর্থাৎ নামাজ আরম্ভের সময়ে। রুকু সিজতার সময় তকবির হবে কিন্তু হাত উঠবে না।

মালিকিরা ঐ হাদিস অনুসরন করে যেটাতে বলা আছে "শুধু মাত্র প্রথম তকবির ছাড়া অন্য তকবিরে হাত উঠানো নেই।"

এটাকে তারা হানাফিদের থেকে আরো বিস্তৃত করে অনুসরন করে। হানাফিরা ঈদের নামাজের তকবিরে হাত তুলে কিন্তু মালিকিরা ঈদের নামাজেও হাত তুলে না। বিতিরের নামাজেও না। জানাজার নামাজেও না।

সোর্স : নেটে খুজলে পাবেন।

#HabibMaliki

    Comments:
  • Next : https://www.facebook.com/habib.dhaka/posts/10156065156463176
  • Previous:
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156064961183176

13-Jan-2019 8:25 pm

Published
13-Jan-2019