১
উক্তি : "আমরা এখন যত হাদিস জানি, ইমাম আবু হানিফা অত হাদিস জানতেন না। কারন উনার সময় তখনো সেগুলো সংকলিত হয় নি। এখন আমাদের কাছে প্রায় সমস্ত হাদিসের কিতাব আছে। এর তাহকিক সহ। এ জন্য ইমাম আবু হানিফার ফিকাহ অনুসরন না করে বরং হাদিস থেকে আমরা নতুন ফিকাহ বের করবো।"
২
উপরেরটা ১৯০০ শতকের উক্তি ছিলো। এখন ২০০০ শতকে কি আবার নতুন করে আমাদের ফিকাহ বের করতে হবে?
করা যায়, এই উক্তি দিয়ে :
১৯০০ সালে কমপিউটার, ডিজিটাল আর্কাইভ ছিলো না। এখন একটা সার্চ দিয়ে আমরা ২ লক্ষ থেকে ৪ লক্ষ কিতাব খুজে বের করতে ফেলতে পারি। ইতিহাসের সমস্ত হাদিস সার্চ করতে পারি, কোনো একটা বাদ না দিয়ে।
যারা ঐ সময়ের আলেম ছিলেন, যেমন ইবনে বাজ, উথাইমিন, আলবানি রাহি:, তাদের কারো হাজার কিতাব পড়া থাকলেও এর বাইরে কিতাব আছে লক্ষ। লক্ষ হাদিস জানা থাকলেও এর বাইরে হাদিস আছে ১০ লক্ষ। তাই অনেক কিছু তাদের চোখে পড়েনি। অজানা ছিলো। বা কিছু জানা থাকলেও প্রয়োজনের সময়ে সব এক সাথে মনে আনা সম্ভব ছিলো না। যেটা এখন আমরা সার্চ দিয়ে করতে পারি।
এ জন্য ২০০০ শতকে পুরানো ফিকাহ ব্যবহার না করে আমরা নতুন ফিকাহ লিখতে পারি।
৩
উপরে,
২নং পয়েন্ট ভুল প্রমান করার জন্য আপনি যে যুক্তি ব্যবহার করবেন।
ঐ একই যুক্তি ১নং পয়েন্ট ভুল প্রমান করার জন্য ব্যবহার করা যায়।