Post# 1547316018

13-Jan-2019 12:00 am


দেশে "প্রথম" সংসদ নির্বাচন হয় ৯১ এ। নির্বাচনের সময় অনেকে ধারনা করেছিলো আওয়ামিলিগ ক্ষমতায় আসবে। আমি জানতাম বিএনপি আসবে। বিএনপি এসেছিলো।

জামাত এর পর আওয়ামিলিগের সাথে আন্দোলনে নামে তত্বাবধায়ক সরকারের দাবিতে। জিজ্ঞাসা করেছিলাম কেন এরকম করছেন? বলছিলো এর পর যদি আওয়ামিলিগ ক্ষমতায় আসে তবে তাদের শেষ করে দেবে। এর থেকে বরং তাদের সাথে এক সাথে আন্দোলন আর এক টেবিলে বৈঠক করার কারনে আওয়ামিলিগের মনে একটা সিমপেথি থাকবে। জামাত নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আন্দোলনে গিয়েছে।

এর পর ৯৬ এ আওয়ামিলিগ ক্ষমতায় এসে তাদের অর্ধেক করে দেয়। কিন্তু যুক্তি থাকে যদি ঐ সময়ে তাদের সাথে একত্রে আন্দোলন না করতো তবে পরিস্থিতি এখন আরো খারাপ হতো। তাদের একেবারেই শেষ করে দিতো, অর্ধেক না।

এর পর ২০০৮ পরবর্তিতে সে রক্ষাটাও হয় নি। যে বিশ্বাস নিয়ে তারা ৯০ এর দশকে একত্রে আন্দোলন করেছে সেটা শেষ পর্যন্ত তাদের শুধু ক্ষতির কারন হয়েছে। তত্বাবধায়ক বাংলার বা জামাতের কোনো উপকার করে নি।

History repeats itself.

হেফাজত সরকার তোষন করছিলো কেন? কারন মাদ্রাসা রক্ষা করতে হবে। সরকারের রোষানলে থেকে এটা সম্ভব না। পক্ষে এসেই করতে হবে।

Keep watching. নির্বাচনের আগে আর পরে।

And history repeating itself.

13-Jan-2019 12:00 am

Published
13-Jan-2019