"Hatred scale of righteousness"
দুই দলের মাঝে যে দল বেশি ঘৃনা দেখাচ্ছে, ধরে নিতে হবে সে দল তত বেশি ভুলের মাঝে আছে।
এর কারন ভুলের মাঝে থাকলে অন্তরে একটা অস্বস্তি জাগে। অস্বস্তি থেকে বিপরিত পক্ষের উপর ক্রোধ বাড়ে। "মানুষ ঐ পক্ষের ভুলটা বুঝতে পারছে না কেন?" সে থেকে বাড়ে ঘৃনা।
এই ক্রোধের অনেকটাই নিজের উপর। অজান্তে।
ঐ সময়ে আক্রমন না করে বরং একটু সময় নিয়ে থেমে চেক করা দরকার : আমি কিসের উপর আছি। ঠিক তো? তবে আমার অন্তরে এত ঘৃনা কেন?