প্ররাডক্সিকেল সাজিদ লিখার পরে বলা হয়েছিলো "এর রিফিউটেশন অলরেডি আছে, নেটে খুজলে পাওয়া যাবে। বা না থাকলে আচিরেই লিখা হবে।" কত বছর হলো? এখনো কোনো রিফিউটেশন চোখে পড়লো না।
এর কারন এটা লিখা হয়েছিলো একেবারে টেকনলজির এজ [বিজ্ঞানের শেষ প্রান্তে] যা রিসার্চ হচ্ছিলো সেগুলো নিয়ে। এর রিফিউটেশন লিখতে হলে বিজ্ঞানকে আগে বাড়তে হবে।
দ্বিতীয় সম্ভাবনা ধারনা করছিলাম নাস্তিকরা না, বরং আলেমরা এর ভুল ধরে হই চই আরম্ভ করবে। সেটাও হয় নি। সেদিন দেখলাম উল্টো এক আলেম বলছেন এটা পড়ার জন্য।
- Comments:
- ^ First of, writing isn't a hard task, anyone can.
Secondly, your smartness will be measured by others, not by yourself.