১০
প্রথমতঃ কোন লোক কোন পক্ষে যাচ্ছে।
আগের তবলিগের দুইটা দলের দিকে দেখি। একটা ময়মনসিংহের সাধারন মানুষ। দ্বিতীয়টা বাংলাদেশ ব্যংকের অফিসাররা। দুই গ্রুপই ডেডিকেটেড তবলিগের কর্মি ছিলেন এক কালে। এক গ্রুপের এলম কম, কিন্তু তাকওয়া অনেক। অন্য গ্রুপের ইলম বেশি, কিন্তু তাকওয়া কম। কে কোন দিকে গিয়েছে?
ময়মনসিংগের লোকেরা শুনেছি সা'দ সাহেব এর বিপক্ষ আছেন।
বাংলাদেশ ব্যংকের অফিসাররা? এটা জানা নেই। এই ধরনের ইনসিগনিফিকেন্ট তথ্য এই কারনে আমার কাছে কখনো খুবই সিগনিফিকেন্ট হয়ে যায়।
১১
এ দেশে এই যুগে টাইটেল ধারি, পদবি ধারি, বা লকব ধারিদের একটা বড় অংশ bully টাইপের। পলিটিক্সে দক্ষ। হয়তো ইয়ং কালে পদ দখল করে নিয়েছেন সরল সোজা আল্লাহ ওয়ালাদের সাথে ধাক্কা ধাক্কি করে। এর পর চাটুকার জুটে গিয়েছে যারা উনাদেরকে বিভিন্ন পদবি দিয়ে সম্মানিত করে রেখেছে।
তাই "বড় নেতা" বা "পরিচিত ব্যক্তিত্বদের" দিয়ে হক বাতেল বুঝা যায় না। উনারা বাদ। তাদের মাঝে তাকওয়াবান কারা সেটা চিনতে পারলে ঐ কেইসগুলো সিগনিফিকেন্ট। এটা করতে হলে কারো পোষাক দ্বারা প্রাভাবিত না হবার মতো যোগ্যতা থাকতে হবে।
১২