Post# 1547139909

10-Jan-2019 11:05 pm



ভুলে জানাজার নামাজে সা'দ সাহেব হাত তুলে থাকলে, এবং পরবর্তিতে সেটা সফ্টলি অস্বিকার করলে, উনি মুজাদ্দেদ না। এবং "মুজাদ্দেদ" না হলেই উনি ভুল পথে আছেন।

এবং ওজাহাতিদের মত এই। উনি স্বজ্ঞানে নেই। সেক্ষেত্রে লিড দেয়ার মত অবস্থায় উনি নেই।

কিন্তু এই রাস্তাটা আমি বাদ দিলাম। ধরে নিলাম স্বজ্ঞানে করেছেন।


কিন্তু উনি আহলে হাদিস শিক্ষা পাননি। তবে হাদিস পড়েছেন। সে ক্ষেত্রে বুঝতে হবে উনি "বিদ্রোহী" ব্যক্তিত্বের। প্রতিষ্ঠিত নিয়মকে চ্যলেঞ্জ করতে ভালোবাসেন। "এটাই কি ঠিক?" একেবারে মূলে গিয়ে প্রশ্ন করতে। যেরকম আমাদের আহলে হাদিস ভাইয়েরা করেন।

যদি এটাই উনার ব্যক্তিত্ব হয় তবে পথভ্রষ্টতার সম্ভাবনা অনেক। যেহেতু উনাকে আর গাইড করার মতো কেউ নেই। যখন যা বুঝেন।

মুজাদ্দিদ হলে ভিন্ন কথা, as usual.


ধরে নেই উনি মুজাদ্দিদ এবং সঠিক। তবে হাত তোলার কথা অস্বিকার করেছেন কেন?

"সরাসরি অস্বিকার করেন নি। সফটলি অস্বিকার করেছেন। ফিতনা এড়ানোর জন্য। তবলিগের সবাই দেওবন্দি যেহেতু তাই এখনই সব বদলানো যাবে না। আস্তে আস্তে করতে হবে। এবং উনি ব্যক্তিগত ভাবে যতটুকু সম্ভব ততটুকু 'সঠিক' টা পালন করার চেষ্টা করেন। ফিতনা এড়িয়ে।"

Makes sense. সে ক্ষেত্রে হানাফি/দেওবন্দি শিক্ষা ভুল।

এটাকেও একটা সফট টোন দেয়া যায়। "সব সময় দেওবন্দি/হানাফিরা ভুলে ছিলো না। আগে কোনো এক সময় পর্যন্ত ঠিক ছিলো। এর পর ভুল পথে গিয়েছে।"

বিশ্বাসের মূলে ঝাকুনি। Question everything.


এই worst case scenario টা ধরি। কারন আমি দেখতে পারছি মুখে সবাই এই এক্সট্রিমটা আস্বিকার করতে করতে বাস্তবে সবাই ঐ দিকেই ছুটছে। কতদূর যাবে সেটা অজ্ঞাত।

দেওবন্দ যদি ভুল হয়? তবে?

- প্রথমে আমি দেখবো কোন ধরনের লোক কোন পক্ষে যাচ্ছে সেটা।

  • দ্বিতীয়তঃ দেখবো নতুন এই পথের পরিনতি কোন দিকে যাচ্ছে সেটা।
  • তৃতীয়তঃ আমি নিজের যুক্তি বোধের উপর নির্ভর করার বদলে একটা divine guidance খুজবো।

    10-Jan-2019 11:05 pm

  • Published
    10-Jan-2019