Post# 1547024484

9-Jan-2019 3:01 pm



"উসুলে সাইন্সে" কি থাকবে?

"পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে" এমন কথা থাকবে? না থাকবে না।

থাকবে কি করে নির্ধারন করতে হবে কোনটা কার চারিদিকে ঘুরে সে ব্যপারে সম্মিলিত মত। গবেষনার পদ্ধতি বলা থাকবে। কিন্তু সরাসরি বিজ্ঞান শিখাবে না। মেথডটা অনুসরন করে কংক্লুশন বের করা হবে বৈজ্ঞানিকদের কাজ। কংক্লুশন বলে দেয়া উসুলের কাজ না।

উসুল অনুসরন করে কেউ বের করতে পারে পৃথিবী ঘুরে, কেউ বের করবে সূর্য ঘুরে। পদ্ধতিটা সব সময় ঠিক।


যেমন Scientific methodology কি [উসুল]?

  • প্রথমে ধরে নাও একটা কিছু ঠিক।
  • বের করো ঐটা যদি ঠিক হয় তবে এই জিনিসটার মান এত হতে হবে।
  • এর পর মেপে দেখো আসলে মান তত কিনা?

    যদি হয় তবে থিউরি ঠিক। নয়তো ভুল।

    এটা উসুলে সাইন্স। যেই উসুলে বলা নেই সূর্য চন্দ্র পৃথিবীর কোনটা ঘুরে।


    লাইব্রেরিতে দুটো বই আছে উসুলে ঈমান/আকিদার উপর। একটা শায়েখ মঞ্জুল এলাহির, অন্যটা ডঃ বেলাল ফিলিপসের।

    খুলে দেখলাম উসুলগুলো কি। কিন্তু দেখলাম সেখানে সরাসরি আকিদা শেখানো হয়েছে। আকিদার উসুল বলতে আমি যা ধারনা করেছিলাম সেগুলো না।

    আরম্ভ হয়েছে "তৌহিদ তিন প্রকার"। এর পর প্রতি প্রকারের ব্যখ্যা। শেষ পর্যন্ত এই। তবে "উসুল" কোথায়?

    "উসুলে আকিদা" বলতে কি তবে সবাই "আকিদার আমার ভার্শন" বুঝায়? আমার ধারনা ছিলো পদ্ধতিটা শেখায়, ঐ পদ্ধতির উপর আমার কংক্লুশন না।


    কে জানে। হয়তো আকিদার আমার ভার্শনকে একটা পক্ষ এত দ্রুব, এত সত্য, এত গ্লোবাল ধরে নিচ্ছে যে এর বাইরে আর কিছু থাকতে পারে না।

    আমার আকিদাই "আকিদার উসুল"। এর বাইরে যারা তারা আকিদার শুধু বিরোধিতা করছে না, বরং মূল উসুলটাই জানে না। তারা অজ্ঞ।

      Comments:
    • না নির্দিষ্ট। উসুল গত ৫০০ বছর ধরে বদলায় নি। একই আছে। যখন থেকে সাইন্সকে সাইন্স নামে চালানো আরম্ভ হয়েছে।

      যেই ভাবে নিউটন জিনিস আবিষ্কার করেছে একই ভাবে বর্তমানে কোয়ান্টাম রিসার্চ চলছে। একই উসুলে। কিন্তু কংক্লুশন ভিন্ন। শিক্ষা ভিন্ন। যদি বুঝেন।

    • ^ কিসের উপর ভিত্তি করে আপনি "অধিকতর শক্তিশালী" নির্ধারন করেন তার উপর আপনার মাজহাব। "অধিকতর শক্তিশালি" এর একটা হানাফি ডেফিনেশন আছে। সেটা যারা অনুসরন করে তারা নিজেদের হানাফি বলে।
    • yes.

    9-Jan-2019 3:01 pm

  • Published
    9-Jan-2019