আজকে "মুহাজির শায়েখ" এর পিতা মারা গিয়েছেন।
কিছু বছর আগে হলে সবাই সিমপেথেটিক হতো। কিন্তু এখন কেমন যেন "এই পক্ষ" "ওই পক্ষ" হয়ে গিয়েছে। কেউ সঠিক, কেউ বিভ্রান্ত। পলিটিক্যাল ডিভিশন এখন গভীর ফিকাহ-আকিদাগত ডিভিশনে রূপান্তরিত হচ্ছে। শিয়াদের সময়ে যেটা হয়েছিলো।
একজন যত ভালো হোক না কেন, সে মন্দ যদি সে আমার বিপক্ষের গ্রুপে থাকে। আর পক্ষে হলে "কে জানে, আল্লাহ উনাকে ক্ষমা করবেন না, এটা কি আপনি নিশ্চিৎ জেনে গিয়েছেন?"
এখন এমন যে, আমি সৈয়দ আশরাফুলের শুভাকাংখি। কারন উনি হেফাজতকে পিটিয়েছিলেন। আর হেফাজত আমাদের শত্রু। আমার শত্রুর শত্রু আমার বন্ধু।
একটা ইকুয়েশন টানা হচ্ছে। একটা রেখা। যেটা খুবই গভির। এবং এর বিস্তৃতি যাবে বহু দূর।