Post# 1546969317

8-Jan-2019 11:41 pm



উসুলুত তফসির আপনাকে শিখতে হবে যদি আপনি নিজে তফসির করা শিখতে চান। কিন্তু আরকজনের করা তফসিরের কিতাব পড়ার আগে আপনার উসুলুত তফসির জানার দরকার নেই।

তেমনি উসুলুল হাদিস শিখতে হবে যদি হাদিস নিয়ে গবেষনা করতে চান।

উসুলুল ফিকাহ পড়তে হবে যদি নিজে নিজে ফিকাহ চর্চা করতে চান। মুফতি হতে চান। আরেকজনের ফতোয়া পড়ে অনুসরনের জন্য ফিকাহর উসুল জানার দরকার নেই।

তেমনি উসুলুল আকিদা। যদি আপনি আকিদার উপর গবেষনা করতে চান।


২০ বছর আগে সাধারন মানুষকে কোরআন শরিফের বাংলা অনুবাদ পড়তে নিরুৎসাহিত করা হতো এই কারন দেখিয়ে যে "তারা উসুলে তফসির জানে না" "তফসির করার জন্য যে ২০ টা বিষয়ে এলম থাকতে হবে সেগুলো তাদের মাঝে নেই"। তাই বাংলা অনুবাদ পড়ে তারা পথভ্রষ্ট হবে।

এই ভুলটা ভাঙ্গতে অনেক সময় লেগেছিলো। এর পর কিছু লোক এগিয়ে এসে বলেন ২০ টা বিষয়ে ইলম লাগবে কেউ যদি নিজে নিজে কোরআনের নতুন তফসির করতে চায় তবে। আরেকজনের তফসির পড়ার জন্য এগুলো দরকার নেই।

আমি নিজে পড়তাম লুকিয়ে। কারন বড় ভাইরা দেখলে বাধা দিতো। "পথভ্রষ্ট হয়ে যাবে।"

    Comments:
  • //he could be get him even playing opponents court's// <-- not a meaningful sentence. not clear what you meant.
  • //he could be get him// <-- is not grammatically correct.

8-Jan-2019 11:41 pm

Published
8-Jan-2019