Post# 1546965199

8-Jan-2019 10:33 pm


Self reminder :

ইলম শুধু এতটুকু শিখতে হবে যতটুকু শিখলে আমল করা যায়।
তর্কে জিতার জন্য যতটুকু ইলম লাগে সেই ইলম শিক্ষা করা আমার জন্য ক্ষতিকর।


"কিন্তু তর্ক না করলে হক পথ চিনবো কি করে?"

প্রচুর ইলাম শিক্ষা, বা তর্কে জিততে পারা হক পথ পাবার নিশ্চয়তা দেয় না।


"তবে?"

কনফিউশনের সময়ে আন্তরিক ভাবে আল্লাহর কাছে হক পথের দিশা চাইতে হবে। মাঝ রাতে উঠে। নামাজের শেষে। যে কোনো নামাজে সুরা ফাতিহা পড়ার সময়।

আন্তরিক হতে হবে। নিজেকে আল্লাহর কাছে একেবার নিচু করে। আকুতি সহকারে। যেন সমূদ্রে বা গর্তে পড়ে গিয়েছে। অন্তরে বিন্দুমাত্র অহংকার উদ্যত না রেখে।

আল্লাহ তায়ালা পথ দেখাবেন।


"উপরে যা বললেন সে ব্যপারেও কি দ্বিমত-তর্ক আছে?"

হ্যা। আছে। অনেকে বলবে "হারাম-হালালের ব্যপারে ইস্তেখারা জায়েজ নেই। উসুলে-ইস্তেখারা জেনে এর পর কথা বলবেন।"

In fact এই কথাটাই দুজন শুনিয়ে গিয়েছিলো কিছু দিন আগে। তবলিগের দ্বন্ধের সময়ে।

    Comments:
  • ^ কে জানে? তবে দেওবন্দি ধারায় আলেম বলতে বুঝায় যে কমপক্ষে মেশকাত শরিফ দরস দিতে পারে এবং এর আগের বেসিকগুলো।
  • ^ কাউকে ব্লক করি নি। এক মাস ধরে কাউকে করবো না ঠিক করেছিলাম। এর পর কাইজ্জা কোথায় যায় সেটা চেক করার জন্য।

8-Jan-2019 10:33 pm

Published
8-Jan-2019