Post# 1546959994

8-Jan-2019 9:06 pm


"তবে কোন মাজহাব অনুসরন করবো?"

যেটা আপনার জন্য সুবিধাজনক।

আপনি যে আলেমের অনুসরন করেন তার মাজহাব।
অথবা, যে মাজহাব সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানেন সেই মাজহাব।
অথবা, যে এলাকায় আপনি আছেন ঐ এলাকার লোকেদের মাজহাব।

"কোনটা সবচেয়ে সঠিক?"

সবগুলোই সঠিক। কোনোটা ভুল না। একটা অন্যটার থেকে বেশি সঠিক না। তবে এটা আমার মত।
আর মাজহাবের মত হলো প্রত্যেকের মতে তাদেরটাই সবচেয়ে সঠিক।

"এই পার্থক্য কেন?"

কারন প্রত্যেক মাজহাবে "সঠিক" নির্ধারনের সংগা ভিন্ন ভিন্ন। এটা নির্ভর করে ঐ মাজহাবের ইমাম

- কোন সাহাবা থেকে শিক্ষা পেয়েছেন।

  • কোন শহর থেকে শিক্ষা পেয়েছে।
  • কোন যুগে শিক্ষা নিয়েছেন। এবং
  • দ্বন্ধের ক্ষেত্রে কোন উৎসকে কোন উৎসের উপর অগ্রাধিকার দিয়েছেন

    তার উপর।

      Comments:
    • ^ পরের পোষ্টে এটা ইনশাল্লাহ।
    • আমি উসুল ফিকাহ পড়ি নি, জানিও না, পড়ার ইচ্ছেও নেই। আমি এখন কি করবো? সেটা হলো এর পরের প্রশ্ন।
    • ^ কোরআন শরিফ শিক্ষা সমাপ্ত করার আগে না। এটা সবচেয়ে জরুরি। এর পর জরুরী হাদিস শিক্ষা করা। উসুল এই সিরিয়ালে কখন আসবে আল্লাহ জানেন। তত দিন বেচে থাকবো কিনা।
    • যতটুকু জানি ততটুকুর উপর আমল করতে হবে। ততটুকু থেকে শিক্ষা নিতে হবে। "তর্কে জিতার মতো" ইলম প্রয়োজন নেই সেটা মনে রাখতে হবে। এবং আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, ফেসবুকের "বড় গলার" আইডির কাছে না, সেটা মনে রাখতে হবে।

    8-Jan-2019 9:06 pm

  • Published
    8-Jan-2019