Post# 1546938490

8-Jan-2019 3:08 pm


"মাজহাবের কথা কোরআন হাদিসে আছে কিনা?"

না নেই। [কোনো আয়াত দিয়ে কেউ মাজহাব আছে প্রমান দেখালে, ঐ আয়াতের ব্যখ্যা সেটা না এমন প্রমানও দেয়া যায়।]

"তবে আমাকে মাজহাব আরোপিত কোনো কিছু মানতে হবে না। পর্দা করতে হবে না, নামাজ নিয়মিত পড়তে হবে না। ঠিক?"

পাল্টা প্রশ্ন করছি। ঠিক না বেঠিক সেটা আপনি এর পর কি করে বুঝবেন?

    Comments:
  • //কোন আহলে হাদিস বা সালাফি ভাইদের মুখে আমি শুনিনি যে তারা মাযহাব মানেনা// তবে আমি প্রচুর শুনেছি এই কথাটা তাদের মুখে। এত জনের মুখে এত বেশি যে হিসাব নেই।

8-Jan-2019 3:08 pm

Published
8-Jan-2019