Post# 1546927486

8-Jan-2019 12:04 pm


গরুর চামড়ার দাম :

পৃথিবিতে,
চামড়ার ৬০% যায় জুতা তৈরিতে।
চামড়ার জুতার চাহিদা কমছে। ফোম রাবারের চাহিদা বাড়ছে।
গোস্তের চাহিদা বাড়ছে। গরু জবাই হচ্ছে বেশি। বিশেষ করে আমেরিকাতে।

এ কারনে,
চামড়ার চাহিদা কম। জোগান বেশি।
দাম কম। স্টক জমে গিয়েছে বিশ্বব্যপি।

চামড়ার সঠিক ব্যবহারের জন্য কোরবানির চামড়া বিক্রি না করে নিজে শুকিয়ে ব্যবহার করা শিখতে হবে। ফ্লোরে কার্পেটের মতো।

আদি যুগে আমাদের বাপ দাদারা করতে পারতো কোনো মেশিন ক্যমিক্যল ছাড়া। How to আছে নেটে।

8-Jan-2019 12:04 pm

Published
8-Jan-2019