সরকারের স্বিদ্ধান্ত এখন জানুয়ারিতে ইজতেমা হচ্ছে না। ফেব্রুয়ারিতে শর্ত সাপেক্ষে জানানো হবে কখন হবে। এর আগে তবলিগের সকল জোড়-ওজাহাত বন্ধ।
কোনোটাই আন-এক্সপেকটেড ছিলো না।
তবে নতুন খবর হলো
^ কোনো Trend এর ইন্ডিকেশন?
ঢাকার অভিজাত মসজিদগুলোতে "নির্বাচনের আগে দ্বন্ধ এড়াতে অত্র মসজিদে তবলিগের সকল কাজ বন্ধ" নোটিশ টাংগানো ছিলো। এমন কি গাস্ত তালিমও বন্ধ। এই নোটিশ এখনই খুলার কোনো কারন নেই।
ঢাকার এক মসজিদে শুনলাম সাথিরা এলাকায় গাস্ত শেষে একজনের বাসায় বসে বয়ান করে। মসজিদে নিষেধ।