রাজতন্ত্র - ৩
"কুফরি গনতন্ত্রে" সরকার বিরোধি আন্দোলন করার অনুমতি আছে। সরকারের পতন আন্দোলন সহ।
রাজতন্ত্রে রাজার বিরোধি বা পতন আন্দোলন করলে এটা "রাজদ্রোহিতা"। এদের বলা হয় "বাগি" বা বিদ্রোহী। শরিয়াতে এদের শাস্তি কঠোর। চুরি হত্যার থেকে অনেক বেশি।
বিদ্রোহীদের হাত পা কেটে খুটিতে বেধে অনেক উচু করে ঐ এলাকায় পুতে রাখতে হয় যেন মানুষ দেখে শিক্ষা নিতে পারে। পশ্চিমাদের "যিশু খৃষ্টের কাহিনীতে ক্রুশ বিদ্ধ" এর কোনো মুভি যারা দেখেছে তারা জানেন।
প্লাস সরকারের পুলিশ-সেনা যারা বিদ্রোহিদের দমন করতে গিয়ে নিহত হবে সবাই শহিদ। গোসল ছাড়া রক্তাক্ত কাপড়ে জানাজা দাফন দিতে হবে।
বিদ্রোহিদের জানাজা? জানা নেই। তবে ৭ দিন ঐ খুটির উপর বেধে রাখতে হবে এটা আছে।
> "কিন্তু এগুলো তো করা হয় না।"
হবে। দেশে রাজতন্ত্র আসলে। যেই দলই আনুক।
> "কোথায় পেয়েছেন এসব?"
ফতোয়ায়ে আলমগিরি। অন্য কোনো কিতাবে এর বিপরিত কিছু থাকলে জানাতে পারেন। শর্ত আছে, কিন্তু শর্ত সব কিছুতেই আছে।
> "আপনি পক্ষে বললেন নাকি বিপক্ষে?"
আমি হুকুমগুলোর প্রশংসা করছি।