Post# 1546580928

4-Jan-2019 11:48 am


রাজতন্ত্র - ২

গনতান্ত্রিক দেশে আন্দোলন প্রতিবাদ এগুলোকে নাগরিকদের অধিকার ধরা হয়। অনুমতি আছে। এবং যারা এগুলো করে তারা "হিরো" "নেতা" "কাপুরুষ না"।

কিন্তু রাজতন্ত্রে নেই। রাজতন্ত্রে, এটা সৌদির হোক বা উগান্ডার,

- কোনো প্রতিবাদি মিছিল করা নিষেধ।

  • রাজা-মন্ত্রির বিরুদ্ধে যে কোনো কথা বলা নিষেধ।
  • জনগনকে রাজার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা নিষেধ।

    হাদিসে অনুমতি দেয়া আছে রাজা যদি খারাপ হয় তবে শুধুমাত্র উনার কাছে গিয়ে নসিহা করা যাবে। হাদিসের বাইরে শরিয়াতে এই নসিহা করার জন্যও আবার অনেক শর্ত যোগ করা আছে "অপমানিত করা যাবে না" "জনগনকে উত্তেজিত করা যাবে না" "এই সময়ে করতে হবে" "এই ক্ষেত্রে করা যাবে না" এই ধরনের অনেক কিছু।

    তাই আমাদের মাঝে "কুফরি গনতান্ত্রিক" ধারায় বড় হয়ে যারা এখনো আন্দোলন প্রতিবাদের মাঝে "অধিকার" "দাবি" খুজেন তাদের এখন নতুন করে সব শিখতে হবে।

      Comments:
    • ^ শরিয়ত হলো হাদিসের ব্যখ্যা। বসে আমি ঘুমে ঢুলছি, ওজু ভাঙ্গবে? হাদিসে সরাসরি বলা নেই। শরিয়তে আছে। কেউ যদি বলে "ভাঙ্গবে/[না]" এর পর অন্য জন বলে "কোন হাদিসে পেয়েছেন?" তবে জবাব দিতে পারবে না। কারন হাদিসে নেই। শরিয়তে আছে। এ থেকে "হাদিসের বাইরে শরিয়তে"।

      btw : উপরে ফিকাহ - শরিয়ত দুটো এক ধরছি আমি। যদিও বিজ্ঞ জনেরা বলবে "দুটো ভিন্ন" "যে এর পার্থক্য জানে না, সে কিছুই জানে না।"

    4-Jan-2019 11:48 am

  • Published
    4-Jan-2019