Post# 1546568356

4-Jan-2019 8:19 am


৫০ বছর আগের বেহেস্তি জেওরে লিখা ছিলো যদি কাউকে বলা হয় "চলো নামাজ পড়ি"। সে জবাব দিলো "কে যায় উঠ বস করতে?" তবে সে কাফের হয়ে যাবে।

সময় বদলায়। এখন "আমি মুসলিমও না, হিন্দুও না" উক্তিকারিকে মুসলিম ধরা হয়।

সামনে একটা সময় আসবে যখন দ্বিনের ১০% কেউ যদি অনুসরন করে তবুও সে নাজাত পাবে। ইসলামের প্রথম যুগে যেখানে ১০% ছেড়ে দিলেও কেউ ধ্বংশ হয়ে যেতো। কিয়ামতের আগে অর্থ না বুঝে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জাহান্নাম থেকে নাজাত পাবে।

কিন্তু সেই সময় এখনো আসে নি। কোরআনকে তুলে নেয়া হবে। মানুষ নামাজে দাড়িয়ে তিলওয়াত করতে পারবে না। সবাই ভুল গিয়েছে। কোরআন শরিফ খুলে দেখবে লিখা নেই। মুছে গিয়েছে। কিন্তু তখনো মানুষ নামাজ পড়বে। একজন অন্যজনকে ইমামতির জন্য ঠেলতে ঠেলতে।

যারা চিন্তা করে "আল্লাহ তায়ালা দুনিয়ার সব খারাপ লোকদের মেরে ফেলেন না কেন?" তাদের জন্য খবর যে ভালো-মন্দ দুই ভাগ করে আল্লাহ তায়ালা এক ভাগের সবাইকে মেরে ফেলবেন। কিন্তু মারবেন ভালোদেরকে। মন্দরা বেচে থাকবে। এর পর নামাজ বন্ধ।

হজ্জ বন্ধ হয়ে যাবার আগে হজ্জ করে নেয়ার কথা আছে এক হাদিসে।
তেমনি নামাজ বন্ধ হবার আগে আমাদের নামাজ পড়ে নেবার সুযোগ।
কোরআন তুলে নেবার আগে আমাদের কোরআন শিখার সুযোগ।
দাজ্জাল আসার আগে আমল করার সুযোগ।
পশ্চিমে সূর্য উঠার আগে তৌবা করার সুযোগ।

    Comments:
  • ^ অসুস্থ। অথচ এটা লিখে মনে করছিলাম লিখার depth কমে গিয়েছে। flat লিখা। আগের মতো আর এক সাথে অনেক কিছু চিন্তা করতে পারি না।

4-Jan-2019 8:19 am

Published
4-Jan-2019