এক পোষ্ট পড়েই যারা ক্ষেপে আছেন তাদের জন্য :
ভাইরে আমি জানি,
৮০ এর দশকে সৌদি রাজ পরিবার রাসুলুল্লাহ ﷺ এর বংশধর প্রচার করা হতো। হযরত হাসান বা হোসাইন রা: এর বংশধর। সৌদি এম্বাসি থেকে বাংলা বুকলেট ছাপিয়ে বিতরন করা হতো যেখনে এগুলো লিখা ছিলো। যেটা আমাদের হলেও এসেছিলো।
এর ২০ বছর পরে আমি চিন্তা করছিলাম ঐ দাবির কি হলো? এখন আর শুনা যায় না কেন? তত দিনে ইন্টারনেট দেশে চলে এসেছে। নেটে সার্চ দিয়ে পেয়েছিলাম ঐ সময়ের ঐ দাবির ইতিহাস, কিভাবে করছিলো, আর প্রচারের শেষ পর্যন্ত কি হয়েছিলো তার বর্ননা।
এর থেকে বেশি প্রসংশা যদি আপনার জানা থাকে তবে জানাতে পারেন।
নয়তো আপনি যা বলবেন তার থেকে হাই লেভেলের প্রশংসার কথা আমার শুনা আছে।
আপনাকে কষ্ট দেয়ার জন্য দুঃখিত।
জাজাকাল্লাহ।
- Comments:
- জয় প্রপাগান্ডা। যেই বিশ্বাস আপনাকে মানসিক শান্তি যোগায় সেটার উপর থাকতে পারেন। আমি আপত্তির কিছু দেখি না। আপনার বিশ্বাস নিয়ে আমাকে টানা টানি না করলেই হলো।
- আছে। বাংলাদেশে ৫-৭ জন পড়েছিলো ফান্দে। এদের কাহিনি একটা একটা করে কয়েক মাসের সময় নিয়ে এসেছিলো পত্রিকায়।
- আর রাহিকুল মাখতুম ভালো বই। আমি পড়িনি, কিন্তু পড়লেও সরকার তুষ্টির অংশটা আমি বাদ দিবো আরো অন্যান্য বাইয়ের মতো। "প্রচলিত মত" গ্রহন করে।