Post# 1546527586

3-Jan-2019 8:59 pm


রাজতন্ত্র - ১

[ সৌদি রাজতন্ত্রের উদাহরন দিয়ে উগান্ডার রাজতন্ত্রে কি করবেন বুঝাচ্ছি। কোনো পক্ষের অফেন্ডেড হবার কারন নেই ]

রাজতন্ত্রে কে রাজা হলো সেটা ফেক্টর না। "লুকা বিন লুকা" [অর্থ : ইতরের ছেলে ইতর] যদি রাজা হয় তবে তাকেও মানতে হবে।

সৌদি রাজ পরিবারের কোনো বংশ নেই। এরা না কুরাইশ, না সৈয়দ, না হাশিমি, না তামিমি, না উমাইয়া, না অন্য কোনো সাহাবার বংশধর। এর ছিলো মরুর বেদুইন যাদের কোরআনে বলা হতো আ'রাবি। উথমানি খিলাফার পতনে সুযোগ পেয়ে তারা ক্ষমতা দখল করেছে।

আমিরাতের ক্ষেত্রেও একই। এক্সেপশন বর্তমানে শুধু জর্ডান।

কোনো এলাকার চোর যদি আফ্রিকার কোনো দেশের [যেমন উগান্ডার] রাজা-মন্ত্রী-এমপি হয়, তবে একই নিয়ম।

    Comments:
  • সৈয়দ।
  • ^ Indeed. এর থেকে বেশি আমি শুনেছি। কিন্তু শুনাতে চাচ্ছি না। উইকিতে খুজলে পাবেন এই প্রচারের ইতিহাস।
  • আর এত লম্বা লম্বা রিফিউটেশন আগে আমাদের জিহাদিষ্টরা দিতো আমার স্টেটাসে। স্টেটাস আগে পড়ে নিতো। এর পর তাদের আন্ডারগ্রাউন্ড গ্রুপে এর রিফিউটেশন নিয়ে ডিসকাস করে সময় নিয়ে লিখতো। কযেক দিন পরে আমার স্টেটাসের কমেন্টে এসে বিশাল বিশাল লম্বা রিফিউটেশন পোষ্ট, তাদের দলিল সহ।

    এদের কয়েকজন ছিলো আমার ফ্রেন্ড। প্রকাশ্যে আমার ফ্রেন্ড। আবার গোপনে আন্ডারগ্রাউন্ড থেকে ডিরেকশন নিয়ে এসে আমাকে ফ্রেন্ড হিসাবে ব্যক্তিগত উপদেশ দিতো "পথে আনার জন্য"।

    আপনার পোষ্টের দৈর্ঘ দেখে সে দিনগুলোর কথা মনে পড়লো। আপনাকে এজেন্ট মনে করছি না।

3-Jan-2019 8:59 pm

Published
3-Jan-2019