Post# 1546520211

3-Jan-2019 6:56 pm


চীন আজকে প্রথম একটা রোবোট নামালো চাদের পেছনের পাশে। ইতিহাসে প্রথম। যদিও আগে ঐ পাশের ছবি নেয়া হয়েছিলো রকেট থেকে, কিন্তু কখনো কোনো রোভার [রোবোট] নামানো হয় নি।

পৃথিবী থেকে চাদের এক সাইড আমরা দেখি। অন্য সাইডটা কখনোই পৃথিবীর দিকে ঘুরে না।

এর আগে রোবোট নামানোতে সমস্যা ছিলো যোগাযোগ। চাদের উল্টো দিক থেকে পৃথিবীর সাথে যোগাযোগ করবে কি করে? এর সমাধান হিসাবে গতবছর একটা স্যটেলাইট পাঠিয়েছিলো চীন যেটা চাদের চারদিকে ঘুরতে থাকবে। ঐ স্যটেলাইট দিয়ে এখন যোগাযোগ।

    Comments:
  • না।

3-Jan-2019 6:56 pm

Published
3-Jan-2019