Post# 1546418839

2-Jan-2019 2:47 pm


"তবে এখন করনীয় কি?" - ১

বুঝতে হবে এখন আমরা "গনতন্ত্র উত্তর যুগে" প্রবেশ করেছি। শাসন ব্যবস্থা দুনিয়াতে শুধু দুই রকম আছে। একটা গনতান্ত্রিক - অন্যটা একনায়কতান্ত্রিক। যদিও এর বিভিন্ন ব্লেন্ড বা কালারকে বিভিন্ন নাম দেয়া হয়।

একনায়কতান্ত্রিক ধারায় হলো রাজতন্ত্র। রাজতন্ত্র ইসলামে নতুন না। ফিকাহর বইগুলোতে এই অবস্থায় কি করতে হবে সে ব্যপারে অনেক বিস্তারিত বর্ননা আছে। দেশে রাজতন্ত্র থাকুক বা না থাকুক এর নিয়ম গুলো এখন এপ্লাই করতে হবে।

আমি এগুলো এখানে বর্ননা করতে পারি, কিন্তু এটা bitter pill তিতা ঔষধ লাগবে অনেকের কাছে। এর পরও কিছু কিছু করে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।

মনে রাখতে হবে, গনতন্ত্র কুফর ঘোষনা করে, এর বিরুদ্ধে যুদ্ধ করে যেমন অনেকে খারেজিদের পথে হেটেছিলো। তেমনি এখন গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য যদি আপনি সংগ্রামে নামেন তবে "বাগি" [বিদ্রোহী] হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এসব ব্যপারে বিস্তারিত পাবেন কিতাবে।

    Comments:
  • ^ ফতোয়ায়ে আলমগিরি।
  • Find yourself and follow your intuition. It's not a requirement that you *need* to read any specific book. You can just ignore it if you think it's not worth it.

    Every man for himself.

  • Apparently সবাই এখন sad.

2-Jan-2019 2:47 pm

Published
2-Jan-2019