দ্বিধা বা দ্বন্ধে আমি পড়ি না, এমন না। প্রায়ই পড়ি। অন্যদের থেকে বেশি। যে থেকে অনেকে ধারনা করে আমি যেন "প্রায়" তাদের দলে।
এর সমাধান "দুই নৌকায় পা না দিয়ে", এক দিকে চলে যাওয়া। এই উপদেশ বহু জন দিয়েছে।
মুসলিমদের সব দলই আমার কাছে প্রায় সমান লাগে। কোনোটা পূর্ন খারাপ না। খারাপগুলো বাদ দিলে ভালোগুলো কারো মাঝে কম না।
- Comments:
- ^ islamqa তে প্রশ্নটা আছে। বলেছে সারা দিনে পড়লেই হবে। কিন্তু একবারে পড়লে ভালো।