Post# 1546348929

1-Jan-2019 7:22 pm


তবলিগের বর্তমান বিভাজনও মূলত এখন বিএনপি-আওয়ামিলিগ চেতনার বিভাজন। আগেই বুঝা যাচ্ছিলো। দিনে দিনে আরো ক্লিয়ার।

ছবিতে এতায়েতিদের নিউজ সাইটের আজকের স্ক্রিন শট।
তাদের এক আর্টিক্যল থেকে কোট :

Quote ____
বলেছিলাম, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.) এর কথা।

তিনি যখন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়, দেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেন। তখন মুক্তিযুদ্ধের সময় বিরোধীতাকারী আলেমের সংখ্যা এদেশে জমহুর ছিল। কিন্তু দেশের স্বাধীনতার পর আলেমরা জমহুরিয়তের ভুল বুঝতে পারলেন। যদিও সংখ্যাটি তখন খুবই কম ছিল। পরে তিনি এনিয়ে একটি আন্দোলন ঘরে তুললেন আলেম সমাজ যে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন।

দেশ স্বাধীনের পর স্বাধীনতার পর রাজধানী জমহুররা মাদরাসা-মসজিদ যখন বন্ধ ছিলো, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গিয়েছিলেন। বলেছিলেন, আমরা তো মুক্তযুদ্ধ করেছি। পাকহানাদারদের বিরুদ্ধে লড়াই করেছি, জিতেছি। মাদরাসাবন্ধ হয়ে থাকবে কেন? মসজিদে আজান হবে না কেন? বঙ্গবন্ধু বলেছিলেন, মসজিদে আজান দিন, মাদরাসার দরজা আপনারা খুলে দিন। আমরা মুসলমান। হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহ. ও আল্লামা ফরীদ মাসউদ তখন পায়ে হেঁটে হেঁটে জমহুররা আলেমদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন। মসজিদ ও মাদরাসার দরজা খুলে দেন।

_____ end quote.

তাই ব্যসকিক্যলি আপনি আওয়ামি পরিবারের? চেতনায় বিশ্বাসি? আপনি খুব সম্ভবতঃ এতায়েতি।

এর উল্টো? তবে ওজাহাতি।

1-Jan-2019 7:22 pm

Published
1-Jan-2019