NASA's New Horizon.
১
কিছু দিন পরে পৃথিবী থেকে সবচেয়ে দূরের কোনো এস্ট্রোয়েড ভিজিট করবে। কত দূরে? ৬.৫ বিলিয়ন কিলোমিটার দূরে। কিন্তু ৬.৫ বিলিয়ন কিলোমিটার দিয়ে কিছু বুঝা যায় না। ৬৫ বিলিয়ন বললেও আমি একই বুঝতাম। যদিও ১০ গুন বাড়লো।
তাই এই ক্ষেত্রে দূরত্ব বুঝতে হয় Astronomical Unit [AU] দিয়ে। যেখানে 1 au = সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষের ডানে বামে যে দূরত্ব সেটা।
প্লুটোর দূরত্ব ৩০ au. আর New Horizon Probe এখন আছে ৪৫ au দূরে। এখানে একটা astroid belt আছে। এটা ভিজিট করছে।
২
এই রকেটটার একটা ইতিহাস আছে। যেটা মনে পড়ে।
২০০৬ সালে টা ছাড়া হয়। নিউক্লিয়ার পাওয়ার্ড সার্কিট/সেন্সর/কমুনিকেশন। প্রথম রকেট এরকম। তখন পশ্চিমা ডুমস-ডে পন্থিরা দাবি করা আরম্ভ করে এই শেষ। এটা আকাশে বিষ্ফোরিত হবে। মানবতার পরিসমাপ্তি।
এর সাথে যোগ হয় ঝড়ে এর উৎক্ষেপন বিলম্ব দুই বার। ভয় বাড়ে। কেউ কেউ কন্সপাইরেসি থিউরি আনে। এর পর উৎক্ষিপ্ত হয়। সফল ভাবে। থিউরি তখনো শেষ না। এটা পৃথিবী থেকে সূর্যের দিকে বেশ কয়েক মাস গিয়ে আবার ফিরে এসে পৃথিবীর পাশ দিয়ে গিয়ে মহাশুন্যে যাবে।
থিউরি? দ্বিতীয়বার যখন পৃথিবীর পাশ দিয়ে যাবে তখন পারমানবিক বিষ্ফোরন হবে।
৩
রকেটটা এর আগে সাকসেসফুলি প্লুটো ভিজিট করে ১৫ সালে।অনেক ছবি পাঠায়। প্লুটোর ৪ টা চাদ আছে, সেগুলোর ছবি সহ।