"সারা রাত কেউ নামাজ পড়ে কি করে?"
প্রথমে অল্প নামাজ পড়ে ৮ রাকাত।
যতটুকু ভালো লাগে ততটুকু তিলোয়াত দিয়ে।
ধরি রাকাতে ১ পৃষ্ঠা।
কিছু দিন পর মনে হয় তিলওয়াত আরম্ভ হতেই শেষ, তাই দুই পৃষ্ঠা করে পড়ে।
আরো কিছু দিন পর আট পৃষ্ঠা করে পড়লেও তার মনে হয় তিলওয়াত যেন মাত্র আরম্ভ করলো।
নামাজ শেষ করতে করতে ৬ ঘন্টা পার হয়ে যায়।
তার সময় মনে হয় আরম্ভ করলো আর শেষ করলো।
তবে এর জন্য আপনার কয়েক পারা মুখস্ত থাকতে হবে।
না জানা থাকলে এখনই আরম্ভ করে দিতে পারেন।
মুখস্ত করার আগে তিলোয়াত কিছুটা শুদ্ধ করে নিতে হবে।
তিওয়াত শুদ্ধ করার আগে কোরআন পড়া শিখতে হবে।
যে যেই লেভেলে আছে।
ওভার এক্সইটেড হবার দরকার নেই।
#hTasauf
- Comments:
- ^ জীবনে ১০০ বার হয়তো। মৃত্যুর আগে জান্নাত দেখা এক্সেপশানাল কিছু না। সব মু'মিনকে দেখানো হয় বলে বর্ননা আছে।
- নতুন বোতলে, at least, মাল পুরানো হতে পারে।