দোয়া :
سبحان الله العليّ الدّيّان
سبحان الله الشديدِ الأركان
سبحان من يذهبُ بالليل ويأتي بالنهار
سبحان من لا يشغُلُهُ شأن عن شأن
سبحان الله الحنّان المنّان
سبحان الله المُسبّحُ في كُلِّ مكان
সোবহানাল্লাহ,
...সর্বোচ্চ খোদা
...যার রোকন মজবুত
...যিনি রাতকে নিয়ে দিনকে আনেন
...যাকে এক কাজ অন্য কাজ থেকে ব্যস্ত রাখে না
...যিনি স্নেহময় দয়ালু
...যার পবিত্রতা প্রতি জায়গায়।।
এটা এডভান্সড দোয়া। অন্তরে প্রাভাব না পড়লে এই দোয়া পড়ে কাজ হবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে শুধু তসবিহ আদায় করেন যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
এই দোয়ার বর্ননা উলুমু্দ্দিনে আছে। সোর্স একটা কিচ্ছা থেকে যেখানে সোয়াব বলা আছে ১০০ বার পড়লে মৃত্যুর আগে তাকে আল্লাহ তায়ালা জান্নাতে তার স্থান দেখাবেন। কোনো হাদিস থেকে না।
#HabibDua
- Comments:
- টাইম মতো পোষ্ট। যেহেতু নতুন নেতা নির্বাচিত হলো মাত্র।