"কিন্তু কেন? আমাদের কি দোষ ছিলো?"
১
১৩ সালের মে এর "কেন" এর উত্তর পেতে অপেক্ষা করতে হয়েছিলো ১৮ এর নভেম্বর পর্যন্ত। কিন্তু সব সময় একটা "কারন" থাকে। পরে বুঝা যায় কোনো কাজই আল্লাহ তায়ালা কারন ছাড়া করেন না।
সব কিছুর পেছনে একটা যৌক্তিক কারন আছে। দিনের শেষে যে ইসমে আজম জানে সেও আল্লাহর নিয়মে পরিবর্তন করার মতো কিছু পায় না। সব কিছুই ইনসাফ মতো। সব কিছুই পরিমাপ মতো। একটা কারন আছে।
কারনটা কেউ জানে, কেউ জানে না।
২
সব সময় কারনটা "আমাদের সামনে ভালো কিছু আসছে তাই" -- এরকম না।
অনেক সময় কারনটা পুরানো পাপের শাস্তি হিসাবে আসে। যে শাস্তি জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেরি হতে পারে। এক জেনারেশন থেকে অন্য জেনারেশন পর্যন্ত দেরি হতে পারে। কোনো জাতির আরম্ভ থেকে শেষ পর্যন্ত দেরি হতে পারে।
৩
কলোনিয়েল যুগে যে ইউরোপিয়ানরা দেশের পর দেশ দখল করে প্রচন্ড জুলুম করেছিলো তার শাস্তি কি হয়েছে?
না হয় নি। এখনো অপেক্ষায় আছি।