"এর শেষ কোথায়?"
একটা কমন প্রশ্ন। এর জন্য তাকিয়ে থাকতে হবে আওয়ামিলিগের দিকে। বিপরিত কোনো শক্তির দিকে না। আওয়ামিলিগের পতন হতে হলে হবে শুধু মাত্র নিজেদের মাঝে আভ্যন্তরিন দন্ধ লাগলে। অন্য কিছু না।
কোনো শাসক গোষ্ঠির পতন ঘটানোর আগে আল্লাহ তায়ালা ঐ দলের মাঝে আভ্যন্তরিন দ্বন্ধ লাগিয়ে দেন। এটা পতনের প্রথম লক্ষন। বিএনপিতে এই দ্বন্ধ লেগেছিলো ২০০১ সালের দিকে যখন প্রেসিডেন্ট বদরুদ্দোজাকে বরখাস্ত করা হয়। কারন উনি জিয়ার মাজারে ফুল দিতে যান নি। প্রথম লক্ষন। এর পর আনা-নেয়া-কিনা অনেক খেলা চলেছে। এখন এগুলোর কিছুই করতে হতো না যদি ঐ সময়ে ঘটনা ঠেকানো যেতো।
আওয়ামিলিগ এই জিনিসগুলো খুব সুন্দর সামাল দিয়েছে। কাউকে দল থেকে বহিষ্কার করে নি। দরকার হলে কেবিনেটহীন মন্ত্রী করে রেখে দিয়েছে।
আওয়ামিলিগে কোনো দ্বন্ধ নেই এই মুহুর্তে।
- Comments:
- ^ "প্রায় বন্ধ" "কমে এসেছে" "আগের মতো নেই" how ever you term it.
- এর জন্য দলিয় সমর্থকদের আমি ব্লক করে রাখি। অধিকাংশ ক্ষেত্রে তারা এই জেনারেলাইজেশনগুলো টলারেট করতে পারে না। কিন্তু politically correct কথা লিখতে হলে অনাবশ্যক ভাবে লম্বা আর ধোয়াশে কথা লিখতে হয়।