Post# 1546246733

31-Dec-2018 2:58 pm


আমার রাফ হিসাবে হাতপাখা ০.২% ভোট পেয়েছে। কয়েকদিন পরে আসল সংখ্যা খবরে আসবে। এটাই বেষ্ট যেটা হাতপাখা গেলো। বিএনপি নেই। হাতপাখার একক প্রচার ও জোয়ার।

যে কারনে ইসলামি দলগুলোকে আমি ভোট দেই না।
যে কারনে আলেমদের কথা আমি মাসলার ক্ষেত্রে অনুসরন করি।
কিন্তু রাজনিতির ক্ষেত্রে অনুসরন করি না।

এর আগে,
৯০ এ peak এ ছিলো মিনার মার্কা।
৮০ তে গোলাপফুল।
এর আগে বটগাছ।

সবাইকে সম্মান জানিয়ে বলছি প্রত্যেকে অনেক বুজুর্গ ছিলেন।
কারো প্রতি আমার ক্ষোভ নেই।

দলের মার্কাগুলো আমার মনে আছে। কিন্তু প্রকৃত দলের নাম, বা কারা জিতেছিলো জানা নেই। নির্বাচন বলতে আমি এখনো শুধু আওয়ামি-বিএনপি বুঝি।

মাঝে ক্যটালিষ্ট [ অর্থ প্রভাবক] ছিলো জামাত। ময়দানের খবর না নিয়ে বলতে পারি জামাতের রিক্রুইট গত ১০ বছর ধরে বন্ধ। সমর্থন waning. তারাও তাদের peak পার হয়ে এসেছে ২০০০ এর দিকে।

    Comments:
  • ^ দেশের শাসন ব্যবস্থা "গনতন্ত্রের যুগ" পার হয়ে এসেছে। তাই বিএনপি মুছে যাবে। এক দলিয় শাসন। আওয়ামিলিগ করে vs আওয়ামিলিগ করে না।

31-Dec-2018 2:58 pm

Published
31-Dec-2018