Post# 1546222473

31-Dec-2018 8:14 am


একটা পতন আসছে। যখন শত বছরের ধারনা ভেঙ্গে পড়ে।

দেওবন্দি মাদ্রাসাতেও আসছে। মাওলানা মামুনুল হক সাহেব নির্বাচনের ঠিক আগে সেটা নিয়ে বলেছিলেন। সরকারের দলিয় লোক ছাড়া মাদ্রাসা-ওয়াজ-মাহফিল করা সম্ভব না। তাই কওমি লাইন গত ৫ বছরে সরকার-দল সংশ্লিষ্ঠ হয়ে গিয়েছে। যে কারনে সরকার বিরোধিতার থেকেও বেশি ক্ষতি হয়েছে। এই কথাগুলো ফেসবুক লাইভে বলার পর পর উনাকে উঠিয়ে নেয়া হয়েছিলো। এর পর আবার ছেড়ে দেয়। Drama.

উলামাদের মাঝে যারা এই নৈকট্য উপভোগ করতে পারছেন তারা উপরে উঠছেন। কিন্তু এটা দেওবন্দ প্রতিষ্ঠাতার ৮ উসুলের বিপরিত। যেখানে একটা উসুলে বলা ছিলো সরকার থেকে দূরে থাকতে হবে।

Which brings up the next question.

এই বিজয়ের পরে এখন এই সংশ্লিষ্ঠতা আরো অনেক বাড়বে। এর পর কি? আগামি পাচ বছরে যদি এদেশে দেওবন্দি ধারায় কলাপস নামে, তবে ফিকাহ-মাসলা-এফিলিয়েশন ব্যপারে কোন দিকে যেতে হবে?

কোনো বেকআপ প্লেন?

31-Dec-2018 8:14 am

Published
31-Dec-2018